সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে অগ্নিকান্ডে শাহেরা বেগমের বসতঘরটি পুড়ে ছাঁই হয়ে গেছে। গৃহহারা পরিবারটি এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানায়, গত বুধবার দুপুরে দেওড়া গ্রামের মৃত কুতুব মিয়ার স্ত্রী শাহেরা বেগমের বসত ঘরে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মূহুর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। শাহেরার আর্তচিৎকারে আশপাশের লোকজন দৌঁড়ে এসে আগুন নিয়স্ত্রণে আনে। ততক্ষণে পুরো ঘর ও আসবাবপত্র পূড়ে ছাঁই হয়ে যায়। সব কিছু হারিয়ে ওই পরিবারের লোকজন এখন খোলা আকাশের নীচে বসবাস করছে। গতকাল সকালে ওই বাড়িতে ছুটে যান নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। পরিদর্শনকালে ইউএনও’র সাথে ছিলেন দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও সরাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ। ইউএনও সাথে সাথে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। ওই পরিবারের পাশে এগিয়ে আসেন সমাজ উন্নয়ন কের্ন্দের (সুক) নির্বাহী পরিচালক মোমিন হোসেন। তিনি পরিবারটিকে ১ বান্ডিল টিন প্রদান করেছেন।