আন্তর্জাতিক ডেস্ক :ইরাকের মসুল শহর থেকে ইসলামিক স্টেটকে (আইএস)হটাতে সরকারি বাহিনী এই প্রথম শহরটির পূর্ব দিকের শহরতলী এলাকায় ঢুকে পড়েছে।ইরাকি যৌথ বাহিনীর কমান্ড জানিয়েছে, মসুলে বিমানবন্দরের তিন কিলোমিটারের কাছাকাছি অবস্থান করছেন তারা।তবে ইরাকি সৈন্যদের সাথে থাকা একজন সংবাদদাতা জানিনিয়েছেন, আইএসের সাথে ইরাকের সরকারি সেনাবাহিনীর তীব্র লড়াই হচ্ছে। আইএসের তীব্র প্রতিরোধের মোকাবেলা করে তাদের এগুতে হচ্ছে।
আইএস যোদ্ধারা রকেটচালিত গ্রেনেড, মর্টার, ছোট আগ্নেয়াস্ত্র ও আত্মঘাতী গাড়িবোমা ব্যবহার করছে। মসুলে তিন থেকে পাঁচ হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে মনে করা হয়।
অন্যদিকে মার্কিন-নেতৃত্বাধীন বাহিনী এরই মধ্যে চার-পাঁচটি বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীর অগ্রাভিযানে সহায়তা দিচ্ছে।
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আইএসের প্রতি ‘হয় আত্মসমর্পণ বা মৃত্যুবরণ করার’ আহ্বান জানিয়েছেন।
মসুল থেকে এখন আর লোকজনকে পালিয়ে আসতে দেখা যাচ্ছে না। সংবাদদাতারা ধারণা করছেন, শহরটিতে এখনো প্রায় ১০ লাখ লোক রয়েছে।
এর আগে সোমবার ইরাকি সেনারা মসুল শহরের এক কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। এখানে বাজওয়াইয়া নামের একটি গ্রাম ইরাকি সেনারা পুনর্দখল করার পর স্থানীয় লোকজন তাদের বাড়ি ঘর থেকে বেরিয়ে আসে।
দু’বছর পর ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেয়ে তারা স্বস্তি প্রকাশ করে।
এই যুদ্ধে ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য অংশ নিয়েছে।যাদের মধ্যে রয়েছে সেনাবাহিনী, কুর্দি পেশমার্গা এবং বিভিন্ন সুন্নি গোষ্ঠীর মিলিশিয়।