৭ই নভেম্বর, ২০১৬ ইং, সোমবার ২৩শে কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » নাসিরনগর » কাবাঘর অবমাননার নিউজ হাওয়া করে দিচ্ছে কেন মিডিয়া, প্রশ্ন ড. তুহিন মালিকের
পূর্ববর্তী নাসিরনগরে যুবক গ্রেপ্তার ॥ একাধিক মন্দিরসহ বাড়ি-ঘর ভাংচুর ॥ র‌্যাব- বিজিবি মোতায়েন


কাবাঘর অবমাননার নিউজ হাওয়া করে দিচ্ছে কেন মিডিয়া, প্রশ্ন ড. তুহিন মালিকের


Amaderbrahmanbaria.com : - ৩১.১০.২০১৬

উত্তাল ব্রাহ্মণাবাড়িয়া ব্রাহ্মণাবাড়িয়ার নাসিরনগরে রসরাজ নামে এক যুবক ফেসবুকে পবিত্র কাবাঘর নিয়ে ব্যঙ্গচিত্র করার পর স্থানীয় এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে। ইতিমধ্যে পুলিশ রসরাজকে আটক করেছে। এ ঘটনার পর নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলার ঘটনা ঘটে।

মজার ব্যাপার হচ্ছে স্থানীয় হিন্দু বাড়িতে হামলার খবর জাতীয় মাধ্যম গুলোতে ফলাও করে প্রচার করা হলেও কাবা শরিফ অবমানরা নিউজটি হাওয়া করে দিচ্ছে মিডিয়া ।

এনিয়ে ড তুহিন মালিক তার ফেবুকে লিখেছেন,

শেষ পর্যন্ত দেশের জাতীয় পত্রিকায় স্থান পেলো ব্রাহ্মণবাড়িয়ার সংবাদটি। অথচ জাতীয় পত্রিকার কোথায় “হিন্দু যুবক রসরাজ দাস কর্তৃক পবিত্র কাবা ঘরে শিবমূর্তি স্থাপন করে ফেইসবুকে ষ্ট্যাটাস দেয়ার” কথার কোন উল্লেখ নেই! কোন উল্লেখ নেই অপরাধীর নাম, পরিচয় বা অপরাধের !

উপরন্তু এটা এখন হিন্দুদের উপর আক্রমণের সংবাদ হিসেবেই রুপান্তরিত হয়ে গেলো !

কিন্তু ঘটনার মূল কারন কি, মূল হোতা কে –

এব্যাপারে কোন কথা নেই !

এখন এই সংবাদের প্রধান হাইলাইটসই হয়ে গেলো,

” হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্বেগ” !





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদক : বিশ্বজিত পাল বাবু
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close