স্পোর্টস ডেস্ক : ওয়ানডের পর টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলার দারুণ সুযোগ তৈরি হয়েছে টাইগারদের সামনে।
ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ১০৮ রানের ঐতিহাসিক জয় এ সুযোগ এনে দিয়েছে। তবে তা নির্ভর করছে যদি-কিন্তুর ওপর।
অবশ্য মুশফিক বাহিনীর সামনে সুযোগ ছিল নিজেদের সামর্থ দিয়ে অবস্থান ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে আটে নিয়ে আসার।
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কোটি দর্শককে শেষপর্যন্ত কাঁদিয়ে ২২ রানে হারে টাইগাররা। এতে টেস্টে নিজেদের অবস্থান পরিবর্তনের সুযোগ হাতছাড়া হয়।
বাংলাদেশ ১-০ বা ২-০ ব্যাবধানে সিরিজ জিততেই একধাপ এগিয়ে যেতো।
তবে আরও একটি সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট খেলছে পাকিস্তানের সঙ্গে। তাদের রেটিং পয়েন্ট ৬৭।
অপরদিকে বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে ১-১ সমতায় শেষ করেছে সিরিজ। টাইগারদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৬৫-তে।
পাকিস্তান যদি ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ও শেষ টেস্টে হারাতে পারে তবেই তারা নিচে নেমে যাবে বাংলাদেশের। টাইগাররা এগিয়ে যাবে ৮ নম্বরে।
বর্তমানে ভারত রয়েছে রেটিংয়ের শীর্ষে, ১১৫ পয়েন্ট নিয়ে।