বিশ্বকাপজয়ী ফ্রান্স অধিনায়কের বিরুদ্ধে মামলা
স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপজয়ী ফ্রান্সের অধিনায়ক হুগো লরিসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন পশ্চিম লন্ডনের পুলিশ।
ওয়েস্ট লন্ডনে উল্টা-পাল্টা গাড়ি চালানোর সময় পুলিশ তাকে আটক করে। এসময় মদ্যপ অবস্থায় তাকে পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ। তবে কিছুক্ষণ পরই তার জামিন মেলে বলে জানিয়েছে পুলিশ।
৩১ বছর বয়সী টটেনহামের অধিনায়ক তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার শিকার হচ্ছেন।