ভারতে ৪৬ হাজার কোটি রুপির অস্ত্র ক্রয় অনুমোদন
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪৬ হাজার কোটি রুপির অস্ত্র ক্রয়ের অনুমোদন দিয়েছে। ক্ষেপণাস্ত্র, দুই ধরনের হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের অস্ত্র ক্রয় করবে ভারত। ভারতীয় নৌবাহিনীর জন্যে ১১১টি হেলিকপ্টার ক্রয়ে ব্যয় হবে ২১৭.৩৮ বিলিয়ন রুপি। ভারতের বেসরকারি খাত থেকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অংশ হিসেবে এসব অস্ত্র ক্রয় ও সংযোজন করা হবে যেখানে থাকবে বিদেশি প্রযুক্তির যৌথ বিনিয়োগ। বিজনেস স্ট্যান্ডার্ড
এছাড়া ২৪৩ বিলিয়ন রুপি ব্যয় করা হবে বিদেশি প্রযুক্তির সহায়তায় ভারতে তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ ক্রয়ে। রয়েছে জঙ্গি বিমান, সাবমেরিন ও সাঁজোয়া যান। হেলিকপ্টার ক্রয়ে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। লকহিডের প্রযুক্তিগত সহায়তায় ভারতে এসব হেলিকপ্টার বেসরকারিখাতে সংযোজন করা হবে। লকহিডের কাছ থেকে ২৪টি এমএইচ-৬০ রোমিও মেরিটাইম হেলিকপ্টার সাড়ে ১২ হাজার কোটি রুপিতে কিনতে পেন্টাগনের সঙ্গে আলোচনা চলছে। ৯৯টি হেলিকপ্টার ভারতে সংযোজন ছাড়াও ২৪টি হেলিকপ্টার কিনে আনা হবে। এছাড়া অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা ভারতীয় নৌবাহিনীর জাহাজে সংযুক্ত করা হবে।