মঙ্গলবার, ২৮শে আগস্ট, ২০১৮ ইং ১৩ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

আফগানিস্তানের আইএস প্রধানকে হত্যার দাবি

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু সাদ এহরাবিকে হত্যা করা হয়েছে। শনিবার রাতে আফগানিস্তানের নানগারহার প্রদেশে নিষিদ্ধ সংগঠনটির গোপন আস্তানায় হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। রোববার গণমাধ্যমকে খবরটি আফগান কর্তৃপক্ষ নিশ্চিত করে। খবর রয়টার্সের।

কাবুলে ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি এক বিবৃতিতে জানায়, আফগান ও বিদেশি সেনার সমন্বয়ে করা এক যৌথ অপারেশনে জঙ্গি সংগঠনটির আরও দশজন সদস্য ঘটনাস্থলে নিহত হয়।

সামরিক এ অভিযানে আইএস এর পৃথক পৃথক দুটি গোপন আস্তানায় বিপুল পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয় বলে জানা যায়।

তবে এ ঘটনাটি নিয়ে জিহাদী গ্রুপটির নিজস্ব আমাক নিউজ এজেন্সির কোনও মন্তব্য পাওয়া যায়নি।
নানগারহারের প্রাদেশিক গভর্নর জানান, ২০১৭ সালের পর থেকে এরহাবিসহ এ নিয়ে চারজন ইসলামিক স্টেটের নেতাকে হত্যা করা হলো।

প্রতিবেদনে জানা যায়, জঙ্গি সংগঠনটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী নানগারহারে শক্ত ঘাঁটি গেড়ে ছিল।
ইসলামিক স্টেটের আফগানিস্তানের অংশটিকে বলা হতো ইসলামিক স্টেট খোরাসান। জঙ্গি সংগঠনটি ২০১৫ সাল থেকে এখানে সক্রিয় এবং তালেবানদের সাথে সাথে আফগান এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

আফগানিস্তানে ঠিক কতোজন আইএস সদস্য আছেন সে সম্পর্কে নিশ্চিত হয়ে বলা যায়নি, তবে মার্কিন সামরিক বাহিনীর মতে প্রায় ২০০০ আইএস সদস্য আফগানিস্তানে সক্রিয় আছে।