শহিদুল আলমের মুক্তি দাবি করলেন নোবেলজয়ী অমর্ত্য সেন
বিখ্যাত আলোকচিত্রী এবং অধিকার কর্মী শহিদুল আলমের মুক্তির দাবি এবং তার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ৫ আগস্ট গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো এবং সরকারবিরোধী প্রচারণার অভিযোগ আনা হয়।
অমর্ত্য সেন বলেন, ‘গণতন্ত্রের জন্য বাক-স্বাধীনতা এবং ফটোসাংবাদিকতা অনেক গুরুত্বপূর্ণ। গত কয়েক বছর ধরে সাহসিকতা এবং কাজের ধারবাহিকতার জন্য শহিদুল আলমের প্রশংসা করার মত আমাদের অনেক কারণ আছে। হয়রানি নয়, তার কাজ প্রশংসা এবং স্বীকৃতি পাওয়ার যোগ্য।’
শনিভার ভারতের ম্যাগাজিন ‘আউটলুক ইন্ডিয়া’য় প্রতিবেদনে অমর্ত্য সেনের মন্তব্য ছাড়াও ভারতীয় ফটোসাংবাদিকদের মন্তব্য প্রকাশ করা হয়। যারা শহিদুল আলমের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়ার পরই সাদা পোশাকে ডিবি তাকে তুলে নিয়ে যায়। তার বিরুদ্ধে ৫৭ ধারা তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করা ছাড়্ওা ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় । তাকে আইন প্রয়োগকারী সংস্থা মারধর করে এবং তাকে কোন আইনজীবীর সাহায্য নিতে দেয়া হয় নি। ১২ আগস্ট তাকে কারাগারে প্রেরণ করা হয়।
অমর্ত্য সেনসহ অনেক শিল্পী, নোবেল জয়ী, অধিকার সংস্থা, বৈশ্বিক প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব শহিদুল আলমের গেফতারের নিন্দা জানান এবং তার অতি সত্বর মুক্তির দাবি করেন। শহিদুল আলমের সমর্থনে আগে নোয়াম চমস্কি, অরুন্ধতী রায়সহ খ্যাতিমান একাধিক লেখক-বুদ্ধিজীবী বিবৃতি দিয়েছেন
শনিবার অস্ট্রেলিয়ার কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ৪২৬ জন ব্যক্তিত্ব বাংলাদেশ সরকারকে শহিদুল আলমের অতিসত্বর মুক্তির দাবি জানান। বিবৃতিতে তারা শহিদুল আলমের গ্রেফতার ও তাকে নির্যাতনের নিন্দা জানান এবং সম্প্রতি আন্দোলনে শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ করেন। তাদের বিবৃতির কপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনের প্রধান জুলিয়া নিবলিত এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনানর মোহাম্মদ সুফিউর রহমানের কাছে প্রেরণ করা হয়েছে। আউটলুক ইন্ডিয়া।