মঙ্গলবার, ২৮শে আগস্ট, ২০১৮ ইং ১৩ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

যুবদল নেতা টুকু ১৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক: যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ নাশকতার পৃথক সাত মামলায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার শুনানি শেষে শাহবাগ থানার দুই মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ।

এছাড়া বংশাল থানার এক মামলায় ৩ দিনের ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এবং মতিঝিল থানার পৃথক তিন মামলায় এক দিন করে মোট ৩ দিনের ও শাহজাহানপুর থানার এক মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল হক।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রাজধানীর বিভিন্ন থানার ১১ মামলায় টুকুকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। এর মধ্যে পল্টন থানার পৃথক চার মামলায় রিমান্ড শুনানির জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

গত ৬ মার্চ দুপুর ১২টায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

মানববন্ধন শেষে দলের নেতা-কর্মীরা মিছিল সহকারে প্রেসক্লাব থেকে বের হতে চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে, পুলিশের কাজে বাধা দেয় এবং গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার রায় বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

গত ১২ জুন রাতে টুকুকে রাজধানীর উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।