বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে ভর্তুকি দিচ্ছে : মোকতাদির চৌধুরী
বিজয়নগর প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি) বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের বিনামূল্যে সার, বীজসহ কৃষি পণ্য বিতরণ করছে। কৃষির সাথে জড়িত সব বিষয়ে ভর্তুকি দিচ্ছে।
রবিবার (২৬ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিনদিন ব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদদের স্মরণে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেছে। এই বিজয়নগর উপজেলাটি বর্তমান সরকার তৈরি করেছে এবং এখান থেকে সব ধরণের নাগরিক সুবিধা পাচ্ছেন বিজয়নগরের অবহেলিত জনগণ।
উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. তানভীর ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার, কৃষি কর্মকর্তা মো. মশকর আলী প্রমুখ। তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষমেলার ১০টি স্টল অংশ নেয়।