মঙ্গলবার, ২৮শে আগস্ট, ২০১৮ ইং ১৩ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

যাত্রীকে ধর্ষণ ও হত্যা: যাত্রীসেবা বাতিল করল চীনের ডিডি

যাত্রীকে ধর্ষণ এবং হত্যার অভিযোগের পর নিজেদের যাত্রী সেবা সার্ভিস ‘হিচ’ বাতিল করল চীনের যাত্রীসেবা জায়ান্ট ডিডি চুয়িং। এই বছর দ্বিতীয়বারের মত এ ধরনের ঘটনা ঘটল।

অ্যাপ ব্যবহার করে সেবা নেয়ার সময় এক নারী যাত্রীকে ধর্ষণের পর হত্যা করার সন্দেহে ২৭ বছরের চালককে গ্রেপ্তার করে চীনের পুলিশ। দেশটির উয়াংজু শহরের পূর্বে এই ঘটনা ঘটে। কোম্পানিটি জানায়, গাড়ি প্রদানের সময় ওই ড্রাইভারের পূর্বের কোন অপরাধের রেকর্ড ছিল না তবে তার বিরুদ্ধে পূর্বে কিছু অভিযোগ ছিল।

কোম্পানির বিবৃতিতে অপরাধের জন্য দায় স্বীকার করে বলা হয়, ‘যাত্রীসেবা ব্যবস্থায় গ্রাহকদের অভিযোগের তাৎক্ষণিক পদক্ষেপ নিতে দ্রুততার অভাব এবং পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদানের সঠিক প্রক্রিয়াগত ব্যবস্থা নিতে আমরা ব্যর্থ হয়েছি।’ ডিডি তাৎক্ষণিক হিচ কারপুল সার্ভিসের ভাইস-প্রেসিডেন্টকে বরখাস্ত করে।

গত ৩ বছরে প্রায় ১ হাজার কোটি ট্রিপ কাভার করেছে বিশ্বের বৃহত্তম এই রাইড-হেইল কোম্পানিটি। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ট্যাক্সি সেবা অ্যাপ উবার লাভ ওঠাতে ব্যর্থ হওয়ার পর চীনে তাদের স্থানীয় ব্যবসা ডিডির কাছে স্থানান্তর করতে রাজি হয়। বিবিসি।