ডেমরায় ভাড়াটিয়া সেজে অজ্ঞান পার্টির লুটপাট, বৃদ্ধ দম্পতির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরায় ভাড়াটিয়া বেশে বাসায় ঢুকে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে মূল্যবান জিনিসপত্র লুট করেছে অজ্ঞান পার্টির কয়েকজন নারী সদস্য। অচেতন ওই দম্পতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গিয়েছেন।
নিহতরা হলেন আব্দুস সাত্তার (৭৫) ও তার স্ত্রী সাহেরা খাতুন (৬০)।
রোববার (২৬ আগস্ট) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত দম্পতির ছেলে মো. আমিনুল ইসলাম বলেন, শনিবার (২৫ আগস্ট) কয়েকজন নারী বাসা ভাড়ার কথা বলে বাসায় আসেন। রোববার সকালে আমি কর্মস্থলে চলে যাই। আমার স্ত্রী-সন্তান ঈদের আগেই গ্রামের বাড়িতে গেছে। বাসায় বাবা-মা’ই ছিলেন।
এ ঘটনায় খবর শুনে বাসায় এসে দেখি দু’জনেই অচেতন অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রথম মা’কে মৃত ঘোষণা করেন। পরে কিছুক্ষণ পড়ে বাবাও মারা যান।
প্রতিবেশীদের বরাৎ দিয়ে তিনি আরও জানান, বিকেলে ৪/৫ জন নারী বাসায় আসে। তারা বাবা-মা’র মাথায় মেহেদী দিয়ে দেন। তারা অনেক সময় বাসায় অবস্থান করেছিলেন। পরে বাসা নিরব দেখে প্রতিবেশীরা ডাক নিতে গিয়ে দেখেন দু’জনেই অচেতন অবস্থায় পড়ে আছেন। বাসার ভেতরের মালামাল এলোমেলো হয়ে আছে।
তবে, বাসা থেকে কি কি খোয়া গেছে বিস্তারিত জানাতে পারেননি আমিনুল।
ঢাকা মেডিক্যাল সূত্র জানায়, দুপুরের দিকে ডেমরা এলাকা থেকে অচেতন অবস্থায় বৃদ্ধ ওই দম্পতিকে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার সাহেরা বেগম মারা যান। আর রাত পৌনে ৮টার দিকে মারা যান আব্দুস ছাত্তার। নিহত এই দম্পতির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে।
পুলিশের যাত্রাবাড়ী জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি জানার পর একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। আরেকটি টিম ঢাকা মেডিক্যালে গেছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। প্রকৃত ঘটনা জেনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’