আত্মঘাতী গেম মোমো প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার
অনলাইনে আত্মঘাতী গেম ‘মোমো চ্যালেঞ্জ’-এ অংশগ্রহণ করে উত্তরবঙ্গের দুইজন আত্মহত্যা করার পর টনক নড়ল পশ্চিমবঙ্গ সরকারের। এ গেম এখন হুমকি সৃষ্টি করেছে বলে স্থানীয় প্রশাসন তা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে।
বার্তা সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন প্রতিটি জেলার পুলিশ স্টেশনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নির্দেশনা পাঠিয়েছে, ছাত্রদের আচরণের উপর লক্ষ্য রাখার জন্য। তিনি বলেন, “এটা(মোমো চ্যালেঞ্জ) যেনো দিনদিন বেড়েই চলছে। ‘ব্লু হোয়েল গেম’ এর পর এখন আবার নতুন আত্মঘাতী গেম ‘মোমো চ্যালেঞ্জ’ শুরু হয়েছে। হোয়াটস অ্যাপে লিংক শেয়ারের মধ্য দিয়ে মূলত এই গেমটি ছড়ায়।” ‘আমরা প্রতিটি জেলায় এ বিষয়ে সচেতন থাকার ঘোষণা দিয়েছি’। এই আত্মঘাতী গেমটির চিত্র যেনো একটি ভয়ংকর ছবি। যেটিতে বিকৃত চেহারা ও বিশালাকৃতির চোখ থাকে যাকে ‘লিংক ফ্যাক্টরির পক্ষী মা’ বলা হয়।
দার্জিলিং জেলার কুর্সিওং-এ এই গেম, আগষ্টের ২০ তারিখ মানিষ সার্কি (১৮) ও পরবর্তী দিন অদিতি গোয়াল (২৬) এর প্রাণ নাশ ঘটায়। পুলিশ সন্দেহ করছে এই দুইজনই অনলাইনের আত্মঘাতী গেমে অংশগ্রহণ করে মারা গেছে। ইয়ন