মঙ্গলবার, ২৮শে আগস্ট, ২০১৮ ইং ১৩ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ভোট কেন্দ্র ও কক্ষ থাকবে কতটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২ লাখ ৪ হাজার ৪৫৩টি ভোট কক্ষের তালিকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে পুরুষদের জন্য থাকছে ৯৮ হাজার ৯৪৯টি ভোট কক্ষ। আর মহিলাদের জন্য থাকছে ১ লাখ ৫ হাজার ৫০৪টি ভোট কক্ষ।

সূত্র জানায়, সংসদ নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে ইসি। এ নির্বাচনে ৪০ হাজার ৬৫৭টি ভোট কেন্দ্র থাকবে।বিগত নির্বাচনগুলো পর্যালোচনা করে দেখা গেছে, নবম সংসদে আট কোটি ১০ লাখের বেশি ভোটারের জন্য ভোট কেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি। আর ভোটকক্ষ এক লাখ ৭৭ হাজার ২৭৭টি।

সর্বশেষ দশম সংসদ নির্বাচনে ৯ কোটি ১৯ লাখ ভোটারের বিপরীতে ভোট কেন্দ্র ছিল ৩৭ হাজার ৭০৭। এসময় ৩০০ আসনে ভোটকক্ষ ছিল এক লাখ ৮৯ হাজার ৭৮টি।