সোমবার, ২৭শে আগস্ট, ২০১৮ ইং ১২ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

ব্যর্থতায় বরখাস্ত ভেট্টোরি

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেরা দল গড়েও কোন দলটা ব্যর্থ হয়? এই প্রশ্নের উত্তরটা মোটামুটি সবারই জানা। যে কেউই অনায়াসে বলে দিবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

যে দল বর্তমান ভারতের অধিনায়ক বিরাট কোহলি নেতৃত্ব দেয় এবি ডি ভিলিয়ার্স কিংবা ম্যাককালামের মতো তারকা খেলোয়াড়দের। সেই দলটা বেরই হতে পারে না ব্যর্থতার বৃত্ত থেকে।

সবশেষ ২০১৮ সালের আসরে ১৪ ম্যাচ খেলে জিতেছিল মাত্র ৬ ম্যাচ। সেরা দল নিয়েও আসর শেষ করতে হয়েছিল ষষ্ট স্থানে থেকে। এমন ব্যর্থতার দায়ভার কোচের কাঁধেও পড়বে এটাই স্বাভাবিক।

এখান থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মালিকপক্ষ সিদ্ধান্ত নেয় কোচ পরিবর্তনের। সূত্র, ব্যাঙ্গালুরু মিররের।

২০১৪ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি।

তার অধীনে সর্বোচ্চ অর্জন ২০১৬ সালে রানার-আপ হওয়া। এর আগে পরে চার আসরে ২০১৫ সালে প্লে-অফ পর্ব ছাড়া ষষ্ট, সপ্তম বা আট নম্বরে থেকে আইপিএল শেষ করতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

যার খেসারত দিতে হল ভেট্টোরিকে। শুধু তাকেই নয়, তার সাথে থাকা গোটা কোচিং প্যানেলকে বরখাস্ত করেছে ব্যাঙ্গালুরু।

ভেট্টোরির সঙ্গে ফিল্ডিং ও ব্যাটিং কোচ ট্রেন্ট উইডলি এবং বোলিং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকেও বিদায় জানিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু মালিকপক্ষ।

এদিকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দল রাজশাহী কিংসের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে কিউই এই সাবেক গ্রেটকে।

এ জাতীয় আরও খবর

‘মায়ের গায়ে হাত তোলায় স্ত্রীকে ডিভোর্স দিয়েছি’

সামিয়াকে ৯ দিন আগেই ডিভোর্স দিয়েছি : মোসাদ্দেক

এবার ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করল ‘রবি’

হোম অব ক্রি‌কেটের নীরবতা ভাঙলেন তামিম

অক্টোবরে বাংলাদেশে আসবে বিশ্বকাপ

ভারতকে হতাশ করে কাবাডিতে সোনা জিতল ইরান

মেসির জার্সি পোড়াতে বলায় বহিষ্কার

ব্রাজিলিয়ান বিস্ময় বালক ভিনিসিয়াসের অপেক্ষায় ৯ ক্লাব