ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভূমিমন্ত্রী
অনলাইন ডেস্ক : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (৮২) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকায় নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
ভূমিমন্ত্রীর পারিবারিক সূত্র জানায়, ঈদের আগে থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। ঈদুল আজহার নামাজের পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ইমপ্রেস এভিয়েশনের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা নেওয়া হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় রওনা দেয়।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন, শরীরে জ্বর নিয়ে ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ঈদের আগে ঢাকা থেকে ঈশ্বরদী আসেন। ঈদের দিন বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নিজ গ্রামের বাড়ি উপজেলার লক্ষ্মীকুণ্ডায় ঈদের নামাজ পড়ে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। রাতে তার অসুস্থতা বেড়ে যায়।
ভূমিমন্ত্রীর মেয়ে পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজাবিন শিরিন পিয়া জানান, রক্ত পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন তার বাবার ডেঙ্গু জ্বর হয়েছে। এ ছাড়া অন্যান্য পরীক্ষাও করা হচ্ছে। বাবার সুস্থতায় সবার দোয়া চেয়েছেন তিনি।