সোমবার, ২৭শে আগস্ট, ২০১৮ ইং ১২ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

চামড়া শিল্পকে ধ্বংস করতে সিন্ডিকেট: চরমোনাই পীর

নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চামড়া শিল্পকে ধ্বংস করতে সিন্ডিকেটভিত্তিক কাজ চলছে। চামড়ার দাম কমিয়ে দিয়ে গরিবের হক নষ্ট করতে কাজ করছে তারা। সরকারকে এ চাক্রান্ত রুখে দিতে হবে।

শুক্রবার বরিশালের চরমোনাই মাদ্রাসায় দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘নির্বাচনে কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলে দেশে স্বেচ্ছাচারী সরকার প্রতিষ্ঠা হয়। ইতিহাস আমাদের এটাই শিক্ষা দেয়। দলীয় ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি দলাদলি, মারামারি, হিংসা-বিদ্বেষ সৃষ্টি করে। অন্যদিকে ইসলামি রাজনীতি হিংসা-বিদ্বেষ দূর থেকে ইনসাফপূর্ণ সমাজ গঠনে সহায়তা করে।’

রেজাউল করীম আরও বলেন, ‘দলাদলি ও বৈষম্যমূলক রাজনীতির কবল থেকে মুক্তির একমাত্র উপায় ভারসাম্যের রাজনীতি তথা ইসলামি রাজনীতির চর্চা করা। শান্তি ও মুক্তি পেতে সকলকে নোংরা রাজনীতি পরিহার করে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা সৈয়দ মুহাম্মদ জিয়াউল করীম প্রমুখ।