গ্রামের মাঠে ফুটবলে মেতে উঠলেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: ঈদের ছুটি কাটাতে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি এখন নিজ গ্রামের বাড়িতে। বাড়িতে থাকলে মাশরাফি ব্যস্ত থাকে গ্রামের অন্যান্য কর্মকাণ্ড নিয়ে। এবারো তার ব্যতিক্রম নয়, বাংলাদেশ দলের অধিনায়ক এবার নেমে পড়লেন গ্রামের ফুটবল মাঠে। মাতালেন গ্রামবাসীকে।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের নব গঠিত ফুটবল দলের সঙ্গে নড়াইলের সিনিয়র ফুটবল একাদশ অংশ নেয়। সিনিয়র দলের নেতৃত্ব দেন মাশরাফি নিজে। আর ফাউন্ডেশনের নেতৃত্ব দেন আকাশ নামের স্থানীয় এক ফুটবলার।
খেলার মাঠে আজ সব আলো কেড়ে নিয়েছেন মাশরাফি নিজেই। মাশরাফি বেশ কয়েকবার মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষের সীমানায় আক্রমণ করেছেন। তার পায়ে বল মানেই, অগণিত ভক্ত-সমর্থকদের চিৎকার। নব গঠিত ফাউন্ডেশন একাদশকে মাশরাফির সিনিয়র একাদশ হারিয়েছে ২-১ গোলে।
মাশরাফি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।