সোমবার, ২৭শে আগস্ট, ২০১৮ ইং ১২ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

বিজেপিকে শিক্ষা দেবে বাংলার মানুষ: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী আসনের ফল ঘোষণা করা যাবে। সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে শুক্রবার সুপ্রিম কোর্টের এই রায়কে কুৎসার বিরুদ্ধে মানুষের জয় বলেই উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর এই সময়।

পঞ্চায়েতের যে ২০ হাজারের বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, তার ভাগ্য নিয়েই ছিল এই রায়। শুনানি শেষ হয়েছিল আগেই। কারও কোনও আপত্তি থাকলে ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে ইলেকশন ট্রাইব্যুনালে আবেদন করা যাবে বলেও জানিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে ইমেইলে মনোনয়ন জমা দেয়ার বৈধতাও নাকচ করে দিয়েছে আদালত।

পঞ্চায়েতের রায় নিয়ে মমতা বলেন, এই জয় মানুষের জয়। তৃণমূলের নৈতিক জয়। রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাকে অপমান করেছে বিজেপি। দেশের মানুষ এর জবাব দেবে।

তিনি আরও বলেন, বিরোধীদের সব চক্রান্ত ব্যর্থ হয়েছে। একই সঙ্গে বিজেপির সমালোচনা করে মুখ্যমন্ত্রীর বলেন, জাতীয় স্তরে মিডিয়াকে কিনে নিয়েছে বিজেপি। ধর্ম নিয়ে রাজনীতি করছে। বাংলাকে অপমান করা হচ্ছে।

এছাড়া মানুষের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।