সোমবার, ২৭শে আগস্ট, ২০১৮ ইং ১২ই ভাদ্র, ১৪২৫ বঙ্গাব্দ

কোরিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ (সরাসরি)

স্পোর্টস ডেস্ক।। এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে শেষ মুহূর্তে জামাল ভূঁইয়ার গোলে পরাজিত করে ফুটবলে ইতিহাস সৃষ্টি করে নক আউট পর্বে ওঠে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই নক আউট পর্বে ইতিহাসকে আরো সামনে নিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে লাল-সবুজের জার্সিধারীরা। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার চিকারাংয়ের উইবাওয়া স্টেডিয়ামে নেমেছে দু’দল।

মাঠের পারফর্ম-পরিসংখ্যান কিংবা ফিফা র‌্যাংকিং- সব দিক দিয়েই বাংলাদেশ থেকে এগিয়ে উত্তর কোরিয়া। বাংলাদেশ ফিফা র‌্যাংকিংয়ে ১৯৪ অন্যদিকে উত্তর কোরিয়ার র‌্যাংকিং ১০৮। এশিয়ান গেমসের গত আসরের রানার্সআপ উত্তর কোরিয়া। ডিফেন্ডিং রানার্সআপদের বিপক্ষে লড়াই সহজ হবে না। তবুও আত্মবিশ্বাসী কাতারের বিপক্ষে গোল পাওয়া জামাল ভূইয়া। তাই তো গতকাল অনুশীলন শেষে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, এটা আমাদের জন্য আরেকটি ম্যাচ। আমরা আত্মবিশ্বাসী। আমরা হয়তো একাধিক সুযোগ পাবো না। চাপে থাকব। কিন্তু যখনই সুযোগ পাবো সেটা কাউন্ট করার চেষ্টা করবো।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে গত কয়েক দিন ধরে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ম্যাচটি ঘিরে বেশ রোমাঞ্চিত লাল-সবুজরা।

সবশেষ বাংলাদেশ উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল ১৯৯৮ সালে। ৫-১ গোলে হেরে গিয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে পাঁচবার সাক্ষাৎ হয়েছে দুই দলের। চার ম্যাচে হার মানে বাংলাদেশ, আর একটি ম্যাচ ড্র। ১৯৮৮ সালের ১ এপ্রিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূন্য ড্রই ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সেরা সাফল্য।

বাংলাদেশ দল : আশরাফুল আসলাম রানা, তপু বর্মণ, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, মতি মিয়া, টুটুল হোসেন, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন,

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করেন….