আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে নৌকাডুবিতে প্রায় ২৪০ শরণার্থী সাগরের পানিতে তলিয়ে গেছে বলে ধারণা প্রকাশ করেছেন অভিবাসন কর্মকর্তারা।
ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের তীরে উঠে বেঁচে যাওয়া শরণার্থীরা জাতিসংঘ শরণার্থী সংস্থাকে এমন খবরই দিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র কার্লোট্টা সামি।
এখন পর্যন্ত কোনও মৃতদেহ উদ্ধার করা যায়নি।
সর্বশেষ নৌডুবির দুটি ঘটনায় নিহতদের বেশিরভাগই পশ্চিম আফ্রিকার শরণার্থী বলে ধারণা করা হচ্ছে।
সামি বলেন, একটি নৌডুবির ঘটনায় ২৯ জন বেঁচেছে। তবে অন্য আরও ১২০ জন নিখোঁজ হয়েছে অথবা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দু’জনকে সাঁতরে আসা অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু আরও ১২০ জন এখনো নিখোঁজ রয়েছে।
এ বছর ভূমধ্যসাগরে বিপজ্জনক পথ পাড়ি দেওয়ার সময় ৪ হাজার ২শ’জনেরও বেশি শরণার্থী সাগরে ডুবে মারা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের মুখপাত্র লিওনার্দ ডোলি।
জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, এ বছরটি শরণার্থীদের জন্য প্রাণঘাতী হতে পারে। এ বছর এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৩৩ হাজার শরণার্থী সাগর পাড়ি দিয়েছে। ২০১৫ সালের তুলনায় এ সংখ্যা ১০ লাখেরও বেশি। রয়টার্স