আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে বৃহস্পতিবার ন্যাটোর এক বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ খবর জানান।
কুন্দুজে তালেবান বিরোধী এক অভিযানের সময় বন্দুকযুদ্ধে দুই মার্কিন সৈন্য এবং আফগান বিশেষ বাহিনীর তিন সদস্য নিহত হওয়ার পর বৃহস্পতিবার ভোরে এই বিমান হামলা চালানো হয়। তবে ঘটনা দু’টি পরস্পর সম্পর্কিত কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।
প্রাদেশিক মুখপাত্র মাহমুদ দানিশ এএফপিকে বলেন, ‘আফগান বাহিনী ও কোয়ালিশন বাহিনী তালেবানদের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করে। বোমা বর্ষণে ৩০ জন বেসামরিক নাগরিক শাহাদত বরণ করে এবং অপর ২৫ জন আহত হয়।
পুলিশের মুখপাত্র মাহমুদুল্লাহ আকবরিও হতাহতের একই পরিসংখ্যান দেন। তবে তিনি নিহতের মধ্যে তিন মাস বয়সী শিশুসহ বেশ কয়েকজন থাকার কথা উল্লেখ করেন।
এ বিমান হামলার পর হতাহতদের কয়েক জন আত্মীয়স্বজন লাশ নিয়ে সরকারি দফতরের বাইরে জড়ো হয়ে প্রতিবাদ জানায়।