স্পোর্টস ডেস্ক : সেপ্টেম্বরেই দেশের নাগরিকদের হাতে ডিজিটাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আর এই কার্ডের বৈশিষ্ট্য ও গুরুত্ব সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে কমিশনের পক্ষ থেকে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগের চেষ্টা চলছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবিকে লিখিত অনুরোধ জানানো হয়েছে।
কমিশন সূত্র জানায়, দেশের নাগরিকদের সঠিক সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণ, বিভিন্ন সেবার ক্ষেত্রে নাগরিকদের যথাযথ শনাক্তকরণ, ই-গর্ভন্যান্স কার্যক্রমকে শক্তিশালীকরণসহ ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে স্মার্ট এনআইডি তৈরি করা হয়েছে।
আর এই স্মার্টকার্ডের বৈশিষ্ট্য, গুরুত্ব ইত্যাদি সঠিক ও সুন্দরভাবে জনগণের সামনে উপস্থাপনের জন্য মাশরাফি বিন মুর্তজা হতে পারেন যথার্থ ব্যক্তি।
এদিকে উন্নতমানের এ কার্ড বিতরণের সময় নাগরিকদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি সংরক্ষণ করবে ইসি।
এছাড়া স্মার্টকার্ডে থাকছে ২৫ ধরনের নিরাপত্তা কোড, যা নকল করা প্রায় অসম্ভব। আর এটি দিয়ে অন্তত ২০টিরও বেশি নাগরিক সেবা সহজেই ভোগ করতে পারবেন ভোটাররা। যুগান্তর