২৭শে আগস্ট, ২০১৬ ইং, শনিবার ১২ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » বেলুচিস্তান নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চায় পাকিস্তান


বেলুচিস্তান নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে চায় পাকিস্তান


Amaderbrahmanbaria.com : - ২৪.০৮.২০১৬

পাকিস্তানের বেলুচিস্তানের বিষয়ে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখা করতে বলেছে পাকিস্তান। এর আগে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে থাকার অবস্থান ব্যক্ত করেন।
এর আগে ভারত সফরকালে ইনু বেলুচিস্তানের জনগণের উপরে পাকিস্তানী শাসকদের নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে বলেন, শিগগির বেলুচিস্তান বিষয়ক নীতি ঘোষণা করবে বাংলাদেশ।
তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে গত শুক্রবার ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে পাকিস্তানের পররাষ্ট্র দফতরে তলব করে এর তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, হাসানুল হক ইনু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছেন। বেলুচিস্তান বিষয়ে বাংলাদেশের প্রকৃত অবস্থান জানতে চাওয়া হয়েছে।
তবে বাংলাদেশের রাষ্ট্রদূত এই বিষয়ে কোন মন্তব্য করেন নি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে বিষয়টি জেনে তিনি জানাবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য যুদ্ধাপরাধের বিচার, জঙ্গী তৎপরতায় ম“ দেয়ার অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে টানা-পোড়েন চলছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও প্রশ্ন ওঠে। এ বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দু্িট দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠানের কথা রয়েছে।
সূত্র:দ্য ইন্ডিপেনডেন্ট, ভয়েস অব আমেরিকা





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close