২৭শে আগস্ট, ২০১৬ ইং, শনিবার ১২ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
পূর্ববর্তী এক মহৎ অ্যাথলেটের অলিম্পিক পদক বিক্রি


যে খেলায় কুড়িতেই বুড়ি!


Amaderbrahmanbaria.com : - ২৩.০৮.২০১৬

ডেস্ক রিপোর্ট: বিশ্বের বেশিরভাগ খেলায় যে বয়সটাকে ধরা হয় ক্যারিয়ার শুরুর, সেই বয়সেই অন্য একটি জনপ্রিয় খেলায় অবসর নিয়ে নেওয়ার মত ঘটনা ঘটে। সম্প্রতি ঘটেছে তেমনই একটি ঘটনা। রিও অলিম্পিকে জিমন্যাস্টিকে নজরকাড়া পারফরম্যান্স করা রুবি হাররল্ড অবসরের ঘোষণা দিয়ে বসলেন। অথচ রুবির বয়স মাত্র ২০।

২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুবি স্বর্ণ জেতেন। এরপর রিওতে স্বর্ণ জয়ের লক্ষ্যে এসে অলরাউন্ড ফাইনালে নেমে অল্পের জন্য পদক হাতছাড়া করেন। মাত্র বিশ বছর বয়সেই অবসর ঘোষণা করার কারণ হিসেবে রুবি বলেন, ”শরীর আর চলছে না। অনেকটা ধকল পড়ে গেছে। গোটা বিশ্বে ঘুরে ঘুরে খেলার চাপ আর নিতে পারছি না।”

তবে রুবি একা নন। অনেক জিমন্যাস্টই অন্যান্য খেলার তুলনায় খুব কম বয়েসেই অবসর ঘোষণা করেন। অবশ্য ব্যতিক্রমও রয়েছে। জি২৪।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close