২৭শে আগস্ট, ২০১৬ ইং, শনিবার ১২ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


‘পৌষ মাসের পিরিত’ নিয়ে আসছেন পপি


Amaderbrahmanbaria.com : - ২৪.০৮.২০১৬

 

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিয়া পারভীন পপি। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তার অভিনীত কোনো চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। নতুন কোনো চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হননি তিনি। অনেকটা আড়ালেই রয়েছেন তিনি।

তবে পপি ভক্তদের জন্য আশার কথা হলো- ২ সেপ্টেম্বর পপি অভিনীত ‘পৌষ মাসের পিরিত’ শিরোনামের সিনেমাটি সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

এ প্রসঙ্গে সিনেমার পরিচালক নারগিস আক্তার রাইজিংবিডিকে বলেন, ‘চার বছর আগে পৌষ মাসের পিরিত সিনেমাটির কাজ শুরু করি। বিভিন্ন কারণে সিনেমাটি এতোদিন মুক্তি দিতে পারিনি। সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছি। এখন সিনেমাটির মুক্তিতে কোনো বাধা নেই। আগামী ২ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিব।’

এ সিনেমা প্রসঙ্গে পপি বলেন, ‘পৌষ মাসের পিরিত সিনেমাটি মৌলিক একটি গল্পের উপর নির্মাণ করা হয়েছে। এর নির্মাণ কাজও ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

পপি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র গত বছরের শুরুর দিকে মুক্তি পায়। ‘দুই বেয়াইয়ের কীর্তি’ শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করেছিলেন আবদুল্লাহ-আল মামুন। দীর্ঘ নয় বছর আগে এ সিনেমাটি নির্মাণ কাজ শুরু হয়। ২০১৪ সালে পপির ‘চার অক্ষরে ভালোবাসা শিরোনামের সিনেমাটি মুক্তি পায়। এটি ছিল তিন বছর বিরতির পর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পপি অভিনীত কোনো চলচ্চিত্র।

এছাড়া পপি অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে। তবে সিনেমাগুলো কবে নাগাদ মুক্তি পাবে এ ব্যাপারে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে- ‘সোনাবন্ধু’, ‘শর্টকাটে বড়লোক’, ‘লীলামন্থন’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’, ‘জীবন যন্ত্রণা’।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close