২৭শে আগস্ট, ২০১৬ ইং, শনিবার ১২ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 2 » বিস্ফোরণের ঘটনায় কোনো ব্যক্তির অবহেলা পেলে যথাযথ ব্যবস্থা : শিল্পমন্ত্রী


বিস্ফোরণের ঘটনায় কোনো ব্যক্তির অবহেলা পেলে যথাযথ ব্যবস্থা : শিল্পমন্ত্রী


Amaderbrahmanbaria.com : - ২৫.০৮.২০১৬

নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার কারখানায় অ্যামোনিয়া ট্যাংক বিস্ফোরণের ঘটনায় কোনো ব্যক্তির অবহেলা পেলে সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া এ ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় সরকার গ্রহণ করেছে বলেও জানান মন্ত্রী।

আনোয়ারা সার কারখানায় ৫০০ টন ধারণক্ষমতাসম্পন্ন ডে ট্যাংকটি বিস্ফোরণের পর আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খোঁজখবর নেন শিল্পমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বিগ্ন ও মর্মাহত ছিলেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, কেন এ ঘটনা ঘটেছে তা নিরূপণ করা দরকার।

আর এ ঘটনায় গঠিত বিসিআইসি ও জেলা প্রশাসনের আলাদা তদন্ত কমিটি দুদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। তখনই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য, গত সোমবার রাতে ডিএপি সার কারখানায় একটি প্ল্যান্ট বিস্ফোরিত হয়ে বাতাসে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। এতে আনোয়ারা উপজেলা ও এর আশপাশের অনেক এলাকার অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্যাস নিয়ন্ত্রণ করে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close