২৭শে আগস্ট, ২০১৬ ইং, শনিবার ১২ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


নাসিরনগরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা


Amaderbrahmanbaria.com : - ২৩.০৮.২০১৬

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলাধূলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা, সংস্কৃতি চর্চা, নৈতিক শিক্ষা সহ শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে দেশ প্রেমিক নাগরিক করে গড়ে তুলতে হবে। শরীর-স্বাস্থ্য,মনকে ভাল রাখতে হলে খেলাধূলা করতে হবে। শিশুদের ক্রীড়ামূখী করতে এ সরকার ফুটবলসহ বিভিন্ন খেলাধূলার ব্যবস্থা করেছে। যা প্রশংসার দাবী রাখে। আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৫ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,রিসোর্স কর্মকর্তা শাহজাহান ভুইয়া,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মঞ্জু মিয়া, প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক, প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,প্রধান শিক্ষক ফারুক আল মামুন,সুপার মাওলানা আবু বক্কর,প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সঞ্জিব কুমার দেব,আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম বেলায়েত,মাহবুবুর রহমান,বশির-আল-হেলাল,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সহসভাপতি আকতার হোসেন ভুইয়া,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমূখ ।খেলা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ফুটবল খেলায় গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে শ্রীঘরস্থ এসই এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।অনুষ্ঠানে এছাড়াও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া। ২৩ আগষ্ট ২০১৬
ছবি সংযুক্ত

 





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close