ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করল পাকিস্তান
ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করল পাকিস্তান শীর্ষ নিউজ ডেস্ক : পাকিস্তানের সামরিক বাহিনী আজ (বুধবার) একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ড্রোনটিকে ভূপাতিত করা হয় বলে পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’এর বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাকিস্তানি আকাশসীমা লঙ্ঘনের পর ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়। গোয়েন্দা ড্রোনটি আকাশ থেকে ছবি তোলার কাজ করছিল বলে আইএসপিআরের বিবৃতিতে দাবি করা হয়। অবশ্য ভারত এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করে নি। রাশিয়ার উফা নগরীতে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনের অবকাশে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে তার ভারতীয় সমকক্ষ নরেন্দ মোদির বৈঠকের মাত্র কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল।