ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মিলল ছাত্রের মরদেহ
                তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুর থেকে মনির (১০) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
              
              
                শনিবার সকালে উপজেলার আড়াইবাড়ি এলাকার নূরানীয়া ইকরা হাফিজিয়া মাদরাসা সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই মাদরাসার ছাত্র ছিল এবং উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্হানীয়রা জানান, মনিরের সহপাঠিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি শুক্রবার খেলাধুলার পর মাদরাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামে সে। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠে।
              
              
              
                কসবা থানার (ওসি) আব্দুল মালেক জানান, নিহতের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
              
              
               
        













