কসবায় পুত্রের লাঠির অাঘাতে মায়ের মৃত্যু!
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের ঝেরে পুত্র নোয়াব মিয়ার লাঠির অাঘাতে মা ফাতেমা বেগম (৪০) মারা যায়।
রোববার উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক নোয়াব মিয়া (২০) ওই সেলিম মিয়ার তৃতীয় স্ত্রীর পুত্র।
কসবা থানা পুলিশ বলেন, ‘ভোর বেলা এ ঘটনার পর ঘাতক নোয়াব মিয়া এলাকা ছেড়ে পালিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।