মঙ্গলবার, ৩রা জুলাই, ২০১৮ ইং ১৯শে আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ

রাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মসূচি পালনের সময় আন্দোলনকারীদের ওপর কয়েক দফায় হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন সময়ে তারা এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েকজন শিক্ষার্থী ব্যানার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নিয়ে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায় তাদের কর্মসূচি। এসময় গ্রন্থাগার চত্বরে কয়েকজনকে লাঠিপেটা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সকালের হামলার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে আবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়ে গণমাধ্যমের সঙ্গে আন্দোলনের কথা বলছিলেন আন্দোলনকারীরা। এসময় তাদের ওপর লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর, পরিবহন মার্কেটের আমবাগান, চতুর্থ বিজ্ঞান ভবন, শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে আন্দোলনকারীদের কয়েক দফা মারধর করে। এতে ক্যাম্পাসে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার যুগ্ম-আহ্ববায়ক মোর্শেদুল আলম বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা গ্রন্থাগারের সামনে মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে আমাদের ওপর হামলা করা হয়।’

ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘কয়েকজন ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।’

রাবির প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ক্যাম্পাসকে স্থিতিশীল রাখতে আন্দোলনকারী এবং ছাত্রলীগ উভয়ের সাথে আলোচনা করেছি। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
সূত্র:দৈনিক আমাদের সময়

Print Friendly, PDF & Email