জেরুজালেমে তুরস্কের আধিপত্য বিস্তারে সৌদি আরবের উদ্বেগ
জেরুজালেমে তুরস্কের ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারে উদ্বেগ প্রকাশ করেছেন সৌদি আরব ও জর্ডান। ইসরায়েলের কাছে এ আরব দু’দেশ উদ্বেগ প্রকাশ করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। খবর: ডেইলি পাকিস্তান
সৌদি আরব, জর্ডানের সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষও ইসরায়েলের কাছে অভিযোগ জানিয়েছে পূর্ব জেরুজালেমে তুরস্কের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। যা খুবই উদ্বেগের বিষয়। তুরস্ক মানবাধিকার সংস্থা ও সহায়তা সংস্থার মাধ্যমে পূর্ব জেরুজালেমে এ প্রভাব বিস্তার করছে। যা ইসরায়েলি স্বার্থের জন্যও বড় ধরণের হুমকি।