বাঞ্ছারামপুরে রান্নার গ্যাস সিলিন্ডারে চলছে মোটরযান
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : রান্নার গ্যাস ভরা হচ্ছে গাড়িতে। সিলিন্ডাওে গ্যাস ভরার প্রক্রিয়া বিপজ্জনক। কিন্তু দিনের পর দিন ধরে চলছে এই ভয়ংকর কান্ডজ্ঞানহীন ব্যবহার।অটো-সিএনজি চালকরা নিজের সীটের নীচে কিছুটা আড়াল করে চালাচ্ছেন গাড়ী। জানা গেছে, একটি সিএনজি/অটো পাম্প থেকে এলপিজি গ্যাস ভরতে খরচ হয় ৪০-৪২ টাকা। তাতে গাড়ি চলে ১৫-১৮ কিলোমিটার। রান্নার গ্যাস ভরতে খরচ কেজি-প্রতি ৫০-৫৫ টাকা। কিন্তু তাতে গাড়ি চলে ২৬-৩০ কিলোমিটার। এ ছাড়া, বাঞ্ছারামপুরে কোন সিএনজি পাম্প না থাকায় চালকরা বেশী পরিমান গাড়ি চালানোর জন্য বাড়তি সিলিন্ডার গাড়িতে মওজুত রাখে বলে কথা বলে জানা গেছে।
সিএনজি চালক মুছা মিয়া জানায়,-‘এলাকায় সিএনজি পাম্প নেই।গ্যাসের দরকার হলে যেতে হয় দাউদকান্দির গৌরিপুরে বা মুরাদনগরে।জানি এটি বিপদজনক কিন্তু কি করবো ?।’
জানা গেছে,গ্যাস সিলিন্ডারে গাড়ির যন্ত্রাংশের ক্ষতি হবে জেনেও গাড়িতে রান্নার গ্যাস ভরেন বহু চালক।অন্য ছোট গাড়িও চালানো হচ্ছে রান্নার গ্যাস ভরে।
এবিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম বলেন, এটি জানতাম না।বিষয়টি জেনে ভাল হলো।খুব শিঘ্রই এসব চালকদের ভ্রাম্যমান আদালতের সম্মুখীন করা হবে।এরা যাত্রীদের জীবনকে তুচ্ছ মনে করছেন।এটি বিধিবহিরভূত।’