২০শে আগস্ট, ২০১৬ ইং, শনিবার ৫ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


ইসিবি নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকায়


Amaderbrahmanbaria.com : - ১৭.০৮.২০১৬

নিউজ ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট দলের সফরকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চারদিনের সফরে ঢাকা পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা প্রতিনিধি দল।

বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের বহনকারী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

তিন সদস্যের প্রতিনিধি দলে আছেন ইসিবি’র নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, পিসিএ প্রধান নির্বাহী ডেভিড লেথারডেল ও ইসিবি’র ক্রিকেট অপারেশনের ডিরেক্টর জন কার।

একটি পূর্ণাঙ্গ সফরে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। এ সফরে টাইগারদের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ইংলিশরা।

তবে এর আগে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পর্যবেক্ষক দলকে বাংলাদেশে পাঠাল ইসিবি।

ইসিবির তিন সদস্যের ওই পর্যবেক্ষক দলের প্রতিবেদনের উপরই নির্ভর করছে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে আসা না আসা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দিল্লি হয়ে আজ ৪ দিনের সফরে তিন সদস্যের ইংল্যান্ড নিরাপত্তা দল ঢাকায় আসেন। ইসিবির এই পর্যবেক্ষক দল ক্রিকেটারদের থাকার হোটেল, হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তা, মাঠ ইত্যাদি স্থানের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে।

সম্প্রতি গুলশান ট্র্যাজেডি ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ সফর নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শংকা প্রকাশ করে। এরপরই ইংলিশ ক্রিকেট বোর্ডের এই পর্যবেক্ষক দল বাংলাদেশ সফরে এলা।

বিসিবির আশা ইংল্যান্ড দল বাংলাদেশে আসবে এবং এ সিরিজ সফল হবে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close