২২শে আগস্ট, ২০১৬ ইং, সোমবার ৭ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 3 » `বিশ্বের ১৩ কোটি মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল`


`বিশ্বের ১৩ কোটি মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল`


Amaderbrahmanbaria.com : - ২০.০৮.২০১৬

নিউজ ডেস্ক : নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিশ্বের ১৩ কোটি মানুষ ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। এমনটি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিক বান কি মুন। ১৯ আগস্ট বিশ্ব মানবতা দিবস উপলক্ষে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি। জাতিসংঘের ওয়েবসাইটে ওই বার্তা দেওয়া হয়েছে।

বার্তাটিতে বলা হয়েছে- ‘১৩ কোটি মানুষ বেঁচে থাকার জন্য মানবিক ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। এই মানুষগুলোকে একত্র করলে বিশ্বের দশম জনবহুল রাষ্ট্র গঠন করা যাবে।’

মুন বলেন, ‘এই পরিসংখ্যান সত্যিই বিস্ময়কর, যদিও এটি একটি গল্পের ভগ্নাংশ মাত্র। এই পরিসংখ্যানের পেছনে লুকিয়ে আছে অনেক ব্যক্তি, পরিবার ও সম্প্রদায়, যাদের জীবন ধ্বংস হয়ে গেছে। প্রতিদিন অসম্ভব বিকল্পের মুখোমুখি হচ্ছে যেসব নারী, শিশু কিংবা পুরুষ- আপনার আমার কাছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শিশুর জন্য খাবার কিংবা ওষুধ কেনা, এই দুয়ের মধ্যে একটি মা-বাবাকে বেছে নিতে হচ্ছে; শিশুদেরকে স্কুল কিংবা পরিবারকে সাহায্য করার জন্য কাজ-যে কোন একটি বেছে নিতে হচ্ছে; পরিবারগুলোকে হয় বাড়িতে বোমা পড়ার ঝুঁকিতে থাকতে হচ্ছে না হয় সমুদ্রপথে বিপজ্জনকভাবে পালাতে হচ্ছে।’

বার্তায় বলা হয়, `যে সংকট এই লোকগুলোকে প্রচণ্ড কষ্টের মধ্যে ফেলেছে তার সমাধান খুব সাধারণ নয়, খুব দ্রুত সমাধানও সম্ভব নয়। কিন্তু কিছু কাজ রয়েছে যেগুলো আমরা সবাই করতে পারি- আজ এবং প্রত্যেক দিন। আমরা সমবেদনা জানাতে পারি, অন্যায়ের বিরুদ্ধে উচ্চকন্ঠে প্রতিবাদ জানাতে পারি এবং পরিবর্তনের জন্য কাজ করতে পারি।`

বিশ্ব মানবতা দিবসের কথা উল্লেখ করে বান কি মুন বলেন, `এই দিবসটি এক বার হলেও এসব মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে কাজ করার কথা মনে করিয়ে দেয়। একইসঙ্গে সঙ্কটের সামনে অনবরত পরিশ্রম করে যাওয়া ত্রাণ কর্মী ও স্বেচ্ছাসেবকদের সম্মান করার জন্য এই দিবস একটি উপলক্ষ্যও বটে।`

বিপদকে তুচ্ছজ্ঞান করে যারা অন্যদের সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েন, সেসব নিবেদিত নারী-পুরুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মুন।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close