নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তারকৃত জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের পাঠানো হবে। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাতে সন্ত্রাসমূলক অপরাধ দমন আইনে পুলিশ বাদি হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করে। মামলা নম্বর ১৩। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর মোহাম্মদ।
ওসি আরো জানান, গতকাল জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালায়। সেখান থেকে জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীসহ ২৭ জনকে আটক করা হয়। বাকিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, বাড্ডা ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর ভবনের তৃতীয় ও ষষ্ঠ তলা ছাড়া বাকি ফ্লোরগুলো স্কুল ও কলেজের কাজে ব্যবহৃত হয়। যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী ওই স্কুলের অধ্যক্ষ।