নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ব্যাংকের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার বেলা ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এর আগে বেলা ১টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন সম্পূর্ণ নিভে না যাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়িগুলো সেখানে অবস্থান করবে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সেই সঙ্গে জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ।
ভবনটির এক নিরাপত্তারক্ষী জানায়, জেনারেটর থেকে তীব্র ধোয়া বের হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। আগুনের তীব্রতা সম্পর্কে কোন মন্তব্য করেনি ফায়ার সার্ভিস বিভাগ। ভবনটির পার্শ্ববর্তী ভবনের লিফটম্যান শাহ আলম দাবি করেন, বিল্ডিংটিতে দীর্ঘদিন পুরাতন জেনারেটর ব্যবহার করা হচ্ছিল। তাদেরকে অনেকে জেনারেটরটি পরিবর্তনে কথা জানালেও সেটা করা হয়নি।