মধ্যাহ্নবিরতির পর মাত্র ৩৮ বলই খেলতে পারল বাংলাদেশ। ৩ উইকেট হাতে নিয়েও যোগ হলো মাত্র ২৮ রান। ২৯৬ রানে গুটিয়ে যাওয়ায় ২৭২ রানের লিড পেয়েছে বাংলাদেশ। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ২৭৩ রান
লক্ষ্যটা যে ২৫০–এর চেয়ে ২০ রান বেশি হলো সে জন্য শুভাগত হোম ও কামরুল ইসলামকে ধন্যবাদ দেওয়া উচিত। ২৭৬ রানেই যেখানে ৯ উইকেট পড়ে গিয়েছিল, সেখানে ১ উইকেট নিয়ে সংগ্রহটাকে ২৯৬-তে টেনে নেওয়া গেল এই দুজনের ব্যাটেই। বিশাল ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ইনিংসে এসে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খোলা কামরুল বাংলাদেশকে ২৭২ রানের লিড এনে দিয়েছেন। কামরুল করেছেন ৭; ২৫ রানে অপরাজিত ছিলেন শুভাগত।
বিরতির পর ৮ রান নিতেই তো তাইজুল, মেহেদী হাসান মিরাজকে হারিয়েছে বাংলাদেশ। অভিষেকের পর বল হাতে দুর্দান্ত খেললেও ব্যাট হাতে একদমই বাজে সময় পার করছেন মিরাজ।
আজ তৃতীয় দিনে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র ১৪৪ রান করেছে।