নিজস্ব প্রতিবেদক : পদ্মায় অব্যাহত নাব্য সংকটের কারণে দক্ষিণবঙ্গের ২৩ জেলার যোগাযোগের প্রবেশ পথ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সীমিত সংখ্যক ফেরি চলাচল করছে। এতে শনিবার সকাল থেকে শিমুলিয়াঘাট প্রান্তে যানবাহনের দীর্ঘ জট লেগে আছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, পদ্মায় ফেরি চলাচলের উপযোগী গভীরতা না থাকায়, ধারণ ক্ষমতার চেয়ে অনেক কম সংখ্যক যানবাহন নিয়ে ফেরি ছাড়তে হচ্ছে তাদেরকে। সব ফেরি চলাচল সম্ভব না হওয়ায় ঘাটে দীর্ঘ যানজট বাধে।
তিনি বলেন, শনিবার সকাল থেকেই শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে মাত্র ৭-৮টি ফেরি চলাচল করছে। সীমিত সংখ্যক ফেরি চলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথের যাত্রীদের। তবে শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের জন্য প্রায় ৮ শতাধিক ছোট-বড় যানবাহন রয়েছে।