আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ও বিজিবি-বিএসএফের বৈঠকের কারণে সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্ধের সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসেসিয়েশনের প্রধান উপদেষ্টা মো. আব্বাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ৩১ অক্টোবর আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে ভোটগ্রহণ এবং একই দিনে আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট বিজিবি-বিএসএফের একটি বৈঠকও অনুষ্ঠিত হবে।
এর ফলে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ওই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে মঙ্গলবার থেকে যথারীতি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।