২৯শে আগস্ট, ২০১৬ ইং, সোমবার ১৪ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


‘চ্যালেঞ্জটা’ এবার বাংলাদেশের!


Amaderbrahmanbaria.com : - ২৬.০৮.২০১৬

 

 

স্পোর্টস ডেস্ক :দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও বাংলাদেশ সফর করবে ইংলিশ ক্রিকেটাররা। যেই নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে সেটা পৃথিবীর সব দেশে সব সময়ই থাকে! তবে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ বলে মনে করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ক্রিকেটারদের সফরে পাঠালেও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করবে বোর্ড। এ নিয়ে ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, ‘আমরা পুরো পরিস্থিতির ওপর চোখ রাখছি। এখন থেকে পুরো সফর শেষ না হওয়া পর্যন্ত চোখ রাখব।’

সফরকারী দল বাংলাদেশে আসার আগে যদি নেতিবাচক কোনো ঘটনা ঘটে নিশ্চিতভাবেই বাংলাদেশ সফরে ‘মানা’ করে দিতে পারে ইংল্যান্ড! এজন্য বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করার ‘চ্যালেঞ্জ’ নিয়ে এগুতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশের সরকারকে। গুলশানের ক্যাফেতে হামলার পর এবারই প্রথম আন্তর্জাতিক কোনো দল বাংলাদেশ সফর করছে। নিশ্চিতভাবেই ইংল্যান্ডের বাংলাদেশ সফর ঠিকঠাক মত শেষ হলে প্রশংসিত হবে বাংলাদেশ। এতে অনান্য দেশ ও বিভিন্ন সংস্থা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার একটি চিত্র দেখবে পারবে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তাই বলেছেন, ‘ইংল্যান্ড ক্রিকেট দলের সফরে আসার সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’

গত বছরের অক্টোবরের এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরুতে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে দল পাঠায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও ফেব্রুয়ারিতে কোনো অঘটন ছাড়াই সফলভাবে যুব বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। এতে বেশ ভালোই জবাব পায় ক্রিকেট অস্ট্রেলিয়া! একটি উপলক্ষ্যকে কেন্দ্র করে পুরো দেশ যে ‘এক’ হতে পারে তারই প্রমাণ দেয় বাংলাদেশ। এবার ইংল্যান্ড সফরে এটা নিশ্চিত করাই মূল দায়িত্ব বিসিবির।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকার যেই নিরাপত্তা পরিকল্পনা করেছে সেটা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। বোর্ড সভাপতি যেন সেই চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছেন, ‘ওদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। আমাদের যেই পরিকল্পনা রয়েছে সেটা পৃথিবীর কোনো দেশ দিবে না। ওরা যে আমাদের নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট সেটা পর্যবেক্ষণের সময় ওদের হাবভাব দেখেই আমরা বুঝেছি। আশা করছি আমরা যেই পরিকল্পনা করছি সেটা সঠিক বাস্তবায়নও করতে পারব।’





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close