২৯শে আগস্ট, ২০১৬ ইং, সোমবার ১৪ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


এক নজরে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচী!


Amaderbrahmanbaria.com : - ২৬.০৮.২০১৬

স্পোর্টস ডেস্ক: সব শঙ্কার অবসান ঘটিয়ে নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বৃহস্পতিবার দেশটির ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ সফর নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সব কিছু ঠিক থাকলে আগামী ৩০শে সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবে ইংলিশরা। সফরে তিনটি প্রস্তুতি ম্যাচ ও দুটি ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।

টেস্ট ও ওয়ানডে সিরিজের পাশাপাশি কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারীরা। মূলত ৪ অক্টোবর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে ইংলিশদের বাংলাদেশ মিশন শুরু হবে। অবশ্য শুরু থেকেই এই তারিখেই বাংলাদেশে আসার কথা ছিল দলটির। ২৭ জুন তারা সময়সূচিও ঘোষণা করেছিল তারা কিন্তু গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজানে হামলার পরেই প্রশ্ন উঠে গিয়েছিল ইংল্যান্ডের সফর নিয়ে। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয় ইংলিশদের।

নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কদিন আগেই রেগ ডিকাসনের নেতৃত্বে ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল এসেছিল বাংলাদেশে। এর পরেই জানা গিয়েছিল, তারা স্টেডিয়াম বা হোটেল নিয়ে সন্তুষ্ট হলেও পথের নিরাপত্তা নিয়ে এখনো সংশয় আছে তাদের। এর মধ্যে ইংলিশ ওয়ানডে অধিনায়ক এউইন মরগান জানালেন, বাংলাদেশে যাওয়ার জন্য কোনো খেলোয়াড়কে জোর করবে না ইসিবি।

নির্ধারিত সূচি অনুযায়ী, ইংল্যান্ড দল বাংলাদেশ ছাড়বে ২ নভেম্বর। এখান থেকে সরাসরি তারা চলে যাবে ভারতে। ৯ নভেম্বর থেকে কোহলিদের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দলটি।

দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচী:

৩০ সেপ্টেম্বর: ঢাকায় পৌঁছাবে ইংল্যান্ড।

০৪ অক্টোবর: ওয়ানডে প্রস্তুতি ম্যাচ (দিনে)। ফতুল্লায় (ভেন্যু পরিবর্তন হতে পারে)।

০৭ অক্টোবর: প্রথম ওয়ানডে (ডে/নাইট), শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

০৯ অক্টোবর: দ্বিতীয় ওয়ানডে (ডে/নাইট), শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

১২ অক্টোবর: তৃতীয় ওয়ানডে (ডে/নাইট)। যহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম।

১৪-১৭ অক্টোবর: দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ। এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।

২০-২৪ অক্টোবর: প্রথম টেস্ট, যহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম।

২৮ অক্টোবর-০১ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

০২ নভেম্বর-ঢাকা ত্যাগ।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close