২৯শে আগস্ট, ২০১৬ ইং, সোমবার ১৪ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


নাসিরনগরে নবনিবার্চিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়


Amaderbrahmanbaria.com : - ২৬.০৮.২০১৬

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ “প্রার্থীরা ছিল দলীয় ইউনিয়ন পরিষদ নিদর্লীয়” এই শ্লোগানকে সামনেরেখে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের শিক্ষা,সংস্কৃতি,ব্যবসা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ফান্দাউক প্রাক্তন ছাত্র কল্যান সমিতির উদ্যোগে ফান্দাউক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজ, শিক্ষক,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন । ফান্দাউক প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সভাপতি ও কমার্স ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পরিমল রায়ের সভাপতিত্বে ছাত্র কল্যান সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমীনুল ইসলাম মুনিরের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুত সমিতির সাবেক পরিচালক অসীম কুমার পাল,প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ,প্রাক্তন ছাত্র কল্যান সমিতির সহ-সভাপতি প্রদীপ কুমার আচার্য্য,ইউপি সদস্য আলমগীর শাহ,অনু মিয়া,জসিম উদ্দিন,আলী আসাদ,মোঃ আলাউদ্দিন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলসুমা বেগম,পারভীন আক্তার।সভায় বক্তব্য রাখেন সাবেক সার্জেন্ট শফিকুল ইসলাম,সাবেক প্রধান শিক্ষক সমেরেন্দ্র দাস,প্রভাষক রাজীব আচার্য্য,প্রভাষক চন্দন রায়,প্রাক্তন ছাত্র কল্যান সমিতির যুগ্ম-সম্পাদক ও প্রধান শিক্ষক ফরহাদ আহমেদ চৌধুরী,সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ,শামীম আহমেদ,শিবলী চৌধুরী,সাবেক ইউপি সদস্য ফরহাদ হোসেন,আবদুল আউয়াল প্রমূখ। মাদক দ্রব্যের অপব্যবহার,দাঙ্গা প্রবণতা প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহবান জানিয়ে ইউপি চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন বলেন,সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষাসহ অসামাজিক কার্যকলাপ রোধে ও এলাকায় উন্নয়নে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনের পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া। ২৬ আগষ্ট ২০১৬

ক্যাপসনঃ নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)ঃ মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close