২৯শে আগস্ট, ২০১৬ ইং, সোমবার ১৪ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ
  • প্রচ্ছদ » slider 2 » ‘জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ কঠোর না হয়ে কি তাদের আদর করবে?’


‘জঙ্গিদের বিরুদ্ধে পুলিশ কঠোর না হয়ে কি তাদের আদর করবে?’


Amaderbrahmanbaria.com : - ২৬.০৮.২০১৬

নিউজ ডেস্ক : জঙ্গিবাদ ইস্যুতে যারা পুলিশের ভূমিকা নিয়ে বির্তক করছেন তাদের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে কঠোর না হয়ে, পুলিশ কি তাদের আদর করবে?’

শুক্রবার বিকালে মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে মূল আলোচক হিসেবে বক্তব্য প্রদানকালে এ তিনি একথা বলেন।

আইজিপি বলেন, যারা পুলিশের ভূমিকা নিয়ে বির্তক করছেন তারা সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করছেন। তারা সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, আমরা চাই না বাংলাদেশ পাকিস্তান-সিরিয়া হোক। মানুষ হত্যা করে খেলাফত কায়েম করা যায় না। যারা মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় মানুষকে হত্যা করছে তারা কিসের মুসলমান। এ সময় তিনি দেশের প্রত্যেক নাগরিককে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

স্থানীয় এমপি আসলামুল হকের সার্বিক তত্ত্ববধায়নে মিরপুর বিভাগ পুলিশের উপ-কমিশনার মাসুদ আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন
চেয়ারম্যান : আলহাজ্ব নুরুজ্জামান
ঠিকানা : ৬০৩ ফুলবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া।
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563


close