নিউজ ডেস্ক: পাঁচ বছরের মধ্যে বিলুপ্ত হবে কলা! খবরটা অদ্ভুত হলেও ব্যাপারটা আসলে এখনও রয়েছে গবেষণায়। তবুও এখনও পর্যন্ত গবেষণা থেকে যা যা তথ্য এসেছে সেটা শুনলে অবাক হতে হয়। দীর্ঘদিন ধরেই নাকি এই গবেষণা চলছে। আর গবেষণায় আসা তথ্য অনুযায়ী, পৃথিবীতে আর বেশিদিন থাকছে না কলা! গবেষকাদের তথ্যমতে, আর হয়তো পাঁচ কী দশ বছর, তারপরেই উধাও হয়ে যাবে পুষ্টিকর ও সুস্বাদু এই ফল!
ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের গবষেকরা মনে করছেন, মেটাবলিজমের কারণে, দিন দিন কলা গাছ নানারকম বাজে ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে। যা দিন দিন কলা গাছের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দিচ্ছে।
গবেষকদের মতে, হিসাব নিকেশ করে দেখা গেছে পৃথিবীতে কলা গাছের সংখ্যা প্রচুর। গাছগুলি থেকে গেলেও, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এই গাছগুলি প্রজনন ক্ষমতা হারাবে। তাই গবেষকরা মনে করছেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে কলা একেবারেই লুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইয়েলো সিগাটোকা, ইমুসাই লিফ স্পট ও ব্ল্যাক সিগাটোকা এই তিন রকম ব্যাকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে কলা গাছ।
সূত্র: কলকাতা নিউজ ২৪