২৭শে আগস্ট, ২০১৬ ইং, শনিবার ১২ই ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ


বৃষ্টিতে দোকানের সামনে ভেসে আসলো বিশাল কাতলা


Amaderbrahmanbaria.com : - ২২.০৮.২০১৬

মাদারীপুর প্রতিনিধি : বৃষ্টির পানিতে ভেসে আসলো ৮ কেজি ৩শ’ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। দোকানের সামনে ভেসে আসা মাছটি হাত দিয়ে ধরলেন মস্তফাপুর বাজারের ফার্মের পল্ট্রি মুরগি ব্যবসায়ী দেলোয়ার।

জেলার মস্তফাপুর গ্রামে শনিবার গভীর রাত থেকে রোববার সকাল দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হওয়ায় চাষ করা বড় পুকুর, দিঘি, খাল পানিতে ডুবে যায়।

ফলে সব জাতের মাছ রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে। বৃষ্টির কারণে মস্তফাপুর বাজারও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যার পানির মত বাজারে মধ্যদিয়ে জোয়ার বয়ে যাচ্ছে।

বাজারে একপাশে ফার্মের পল্টি মুরগি ব্যবসায়ী দেলোয়ারের দোকানে সামনে থেকে হাঁটুপানির মধ্যে থেকে ৮ কেজি ৩শ’ গ্রাম ওজনের মাছ হাত দিয়ে ধরেন দেলোয়ার। মাছটি দেখতে এলাকার উৎসুক জনতা ভিড় জমাচ্ছে।

দেলোয়ার জানান, পানি মধ্যে দাঁড়িয়ে পল্ট্রি মুরগি বিক্রি করছিলাম। হঠাৎ দোকানের সামনে পানির মধ্যে একটি মাছ ফালাফালি করছিল।

তিনি বলেন, ধরার জন্য গেলে মাছটিই আমাকে ছিটা দিয়ে চলে যাচ্ছিল। তখন আর একজনের সাহায্যে নিয়ে ঝুপি দিয়ে কুপিয়ে মাছটি ধরতে সক্ষম হই। মাছটি ধরতে পেরে আমার খুব আনন্দ লাগছে।





Loading...


প্রকাশকঃ মোঃ আশ্রাফুর রহমান রাসেল
সম্পাদকঃ জাবেদ রহিম বিজন

Amaderbrahmanbaria.com
email : [email protected] (news)
Phone: +880851 62307
+8801963094563



close