নবীনগরে মাদক ও সন্ত্রাসকে লাল কার্ড দেখালেন গ্রামবাসী
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বাজারে শুক্রবার দুপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল। উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. হানিফ মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সমাজ সেবক মো.আরিফ, জাহাঙ্গীর আলম, মো. আওলাদ হোসেন, হাজী আব্দুল মতিন, বিশ্বজিৎ দেব, আহাম্মদ আলি মিন্টু প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সমাজে মাদকের কারণেই যুবকরা বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। তাই নিজেদের সন্তানরা কোথায় যায়,কার সাথে মিশে,সেসব বিষয়ে অভিবাবকদের সর্তক থাকতে হবে। মাদক,সন্ত্রস ও জঙ্গীবাদকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে। এ বিষয়ে পুলিশ কে প্রয়োজনিয় তথ্য দিয়ে সহায়তা করতে হবে।পরে তিনি শাহপুর বাজারে গোলাম রব্বানী নামে একটি সুপার মার্কেটের শুভ উদ্বোধন করেন।