যে কারণে গুনাহের সাক্ষি রাখবেন না
ইসলাম ডেস্ক।। গুনাহের পর সেটি প্রকাশ করে বেড়ানো মারাত্মক সমস্যা। এত গুনাহগার ব্যক্তি নিজেরই ক্ষতি। অনেকেই আমরা নিজেকে প্রবোধ দেয়ার জন্য, মনকে কিছুটা হালকা করার জন্য কৃত গুনাহের কথা প্রকাশ করে ফেলি। মা-বাবা, বন্ধু-বান্ধব অথবা নিকটাত্মীয় কারো সাথে শেয়ার করে ফেলি।
আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দিলের খবর স্বয়ং আল্লাহ পাক জানেন। এ সম্পর্কে হাদিস শরিফে কী আছে? চলুন, দেখে নেয়া যাক-
হযরত আবু হোরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সাঃ)-কে বলতে শুনেছি যে, আমার প্রত্যেক উম্মতের গুনাহ মাফ হবে । তবে যে প্রকাশ্যে গুনাহ করে অথবা গুনাহ করে তা প্রকাশ্যে বলে বেড়ায়, তার গুনাহ মাফ হবে না । এটা তো খুব পাগলামি ও দু;সাহসের কথা যে, একজন রাতে বদ আমল করে ফেলেছে, আর আল্লাহ তায়ালা তা গোপন রেখে দিয়েছেন। কিন্তু ভোর বেলায় লোকটি বলে বেড়ায় যে- হে অমুক! অমুক, আমি গত রাতে এমন কাজ করেছি অথচ রাতে তো আল্লাহ তায়ালা তার গুনাহসমূহ গোপন রেখেছিলেন । আর সকালে সে নিজেই আল্লাহর দেয়া আবরণ খুলে ফেলল। নিজের গুনাহ নিজেই প্রকাশ করে দিল । (সহীহ মুসলিম, হাদীস নং ২৯২২)