ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মাইকেলের তাণ্ডবে নিহত ১৩
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ঘূর্ণিঝড় ‘মাইকেলের’ তাণ্ডবে ১৩ জনের প্রাণহানি হয়েছে। গত দুই দিনে ফ্লোরিডায় ভারী বৃষ্টিপাত ও প্রচণ্ড ঝড়ো হাওয়াসহ বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে আজ মঙ্গলবার ঘূর্ণিঝড় মাইকেল ৩ নম্বর ক্যাটাগরির ঝড়ে রূপান্তরিত হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর।
সতর্ক বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে মূল ভূখণ্ডে। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত এবং ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।
ফ্লোরিডা গর্ভনর রিক স্কট রাজ্যটির ৩৫টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।
ঘূর্ণিঝড় মাইকেল ফ্লোরিডা রাজ্যের ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সাড়ে ১২শ’ ন্যাশনাল গার্ড এবং ৪ হাজার সেনাসদস্য।